আজিজ হৃদয়, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ওগো,মোর পেরানের স্বামী. তুমি ক্যামনে আছো. হেই যে গ্যালা মোরে থুইয়া,আর তো খবর টবর
নেলানা.মোর পেরানডা ক্যমন যেন হরে..তোমার লইগ্যা.তুমি কি বিয়া টিয়া হরছো?মুই তো চিন্তা টিন্তা আর হরতে আরিনা.তোমার মার জ্বালায় টেকতে পারিনা. মাইয়া পোলাডি কান্তে থাহে.ওগো মুই কি খাওয়ামু,চাউল টাউল নাই. এহন টাহা পাডাও , মোর আর এ্যা
ভাল লাগেনা. তুমি যদি ১.।২ দিনের মধ্যে না আও, মুই সব হালাইয়া থুইয়া ব্যাডাগো লগে যামু. আর মোর ভাইজান মোর বিয়ার কালে যে টাহা দেল্লে হেইয়া পাডাও, নইলে তোমার গোষ্টি হুথদা পুলিশে দিমু,যৌতুক কইয়া.. . তোমার মায় এহন আবার ডাহে ,হারাদিন কোহায়,ঘুমাইতে পারিনা.. তয় এহন আর লেখলাম না, কাসিম লঙ্গির ফ্যানইয়া কান্দে, হেয়া লইয়া আইয়ো, আর মোর লইগা যে আনবা চিঠিতে কমুনা. টেলিফোন হইরো, তোমার মায় যেন না হোনে.. মুইতো তোমারে মানসের নাহান জ্বালাইয়া, ভালো থ্যাইককো.
ইতি
তোমার পেরানের,বর্ষা
১৫/৫/২০১৭/০-১০০-৭/