ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় আলোচিত রাজধানী বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। রবিবার দুপুর ১টার পর অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন, অভিযান এখনও চলছে।
শনিবার (১৩ মে) হোটেল দ্য রেইনট্রি পরিদর্শনে যান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা। সেসময় আবাসিক হোটেলে মদের বার নেই বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার ফ্রাঙ্ক ফরগেট। তিনি বলেন, ‘আমাদের হোটেলে মদের বার নেই। তবে এখানে কফি বার রয়েছে।’
প্রসঙ্গত, গত ২৮ মার্চ ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়েছে। মামলার পাঁচ আসামির মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ গত বৃহস্পতিবার সিলেটে গ্রেফতার হয়েছেন। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার অন্য তিন আসামি এখনো পলাতক। পলাতক তিন আসামি হলেন ইমেকার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের স্বত্বাধিকারী নাঈম আশরাফ, শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।
১৪/৫/২০১৭/২৩০/আ/হৃ/