ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
রাজশাহীতে ২৮৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন কদমশহর গ্রামের আব্দুর রহিমের ছেলে অসিম হোসেন (৪২) এবং জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের আজমল মণ্ডলের ছেলে ফরহাদ হোসেন (২৩) ও আব্দুল মালেকের ছেলে দেলোয়ার হোসেন (২২)।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, শনিবার রাত ২টার দিকে এ তিন মাদক ব্যবসায়ী কদমশহর এলাকায় একটি ট্রাকে ফেনসিডিল তুলছিলেন। এমন তথ্যের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের ফেনসিডিলসহ আটক করে।
ওসি জানান, অভিযানের সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে জব্দ করা হয়েছে তাদের ট্রাক। আর গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পরে রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১৪/৫/২০১৭/১৯০/আ/হৃ/