ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আজারবাইজানের বাকু শহরে শুক্রবার থেকে শুরু হয়েছে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস। ওআইসিভূক্ত ৫৭টি দেশের ৫৪টি দেশ অংশ নিয়েছে এই গেমসে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। আসরে রৌপ্যর পর এবার সোনা জিতেছে বাংলাদেশ
রবিবার শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দেশের জন্য এই গৌরব নিয়ে এসেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।
এর আগে, প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। শ্যুটিংয়ে বাংলাদেশের শ্যুটার রাব্বি হাসান মুন্না রৌপ্য জিতেছেন। শনিবার পুরুষদের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রৌপ্য জয় করেন রাব্বি। ২৪৯.৮ স্কোর করে স্বর্ণ জিতেছেন তুরস্কের শ্যুটার ওমর আকগুন। উজবেকিস্তানের সাদখান সাইফুদ্দিনোভ জিতেছেন ব্রোঞ্জ। ২২৪.১ পয়েন্ট স্কোর করে তিনি ব্রোঞ্জ পান।
১৪/৫/২০১৭/১৬০/আ/হৃ/