ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৪ শতাংশে পৌঁছেছে, যা অতীতের যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ। সেই সাথে বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক হিসাবে এই তথ্য উঠে এসেছে।
বিবিএস এর পক্ষ থেকে আজ রবিবার বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১,৬০২ মার্কিন ডলার হয়েছে। গত বছর মাথাপিছু আয় ছিল ১,৪৬৬ ডলার। হিসাব অনুযায়ী গত এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ১৩৬ ডলার।
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রপ্তানি আয় ও কৃষি উৎপাদন বৃদ্ধিকে কৃতিত্ব দিচ্ছে সরকারি সংস্থাটি। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ০২ শতাংশ আর চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ।
জিডিপির হিসাব সম্বলিত এই প্রতিবেদনটি আজ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) কাছে দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
১৪/৫/২০১৭/১৪০/অপূর্ব হাসান/