ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ইরানের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২২০ জন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ‘উত্তর খোরাসান’ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল প্রাদেশিক রাজধানী বোজনুর্দে, ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, আঘাত হানার পর ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অন্যান্য ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত অন্তত নয়টি ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানানো হয়।
উত্তর খোরাসান প্রদেশের রেড ক্রিসেন্ট অফিস জানায়, দুর্ঘটনার পরপরই তাদের ১২টি টিম বোজনুর্দের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করে এবং ধসে পড়া ভবনের নিচ থেকে অন্তত ১৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে রাস্তার ওপর বিভিন্ন ভবন ও স্থাপনা ধসে পড়ার কারণে কয়েকটি গ্রামে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।
প্রদেশটির ডেপুটি গভর্নর মোহাম্মাদ-হোসেইন আলী-নিয়া জানান, ভূমিকম্পে শত শত মানুষ আহত হয়েছে। বোজনুর্দের উত্তরে অবস্থিত কয়েকটি গ্রামের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা শতকরা ২০ থেকে ৭০ ভাগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৪/৫/২০১৭/২০/