ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ানের প্রত্যন্ত উঘর অটোনোমাস অঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ৮জন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শিনজিয়াং অঞ্চলে এই ভূমিকম্প আঘাত আনে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া।
দেশটির ভূমিকম্প কর্তৃপক্ষ জানায়, এই ভূ কম্পনের উৎস ছিল প্রত্যন্ত ট্যাক্সোকোরগান এলাকায়। আর গভীরতা ছিল ৮ কিলোমিটার। ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দালান ধসে পড়ায় সেগুলোর নিচে চাপা পড়েও অনেকে মারা যেতে পারেন। ফলে বাড়তে পারে নিহতের সংখ্যা।
১১/৫/২০১৭/৬০/আ/হৃ/