নূরজাহান নীরা, সাব এডিটর, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
এরশাদের এই জোট মশা-মাছিদের এরশাদের মশা-মাছিদের জোট জীবানু ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন নতুনধারার রাজনীতির
প্রতবর্তক কলামিস্ট মোমিন মেহেদী তিনি নতুনধারা বাংলাদেশ-এনডিবি মুন্সিগঞ্জ জেলা শাখার নেতাকর্মীদের সাথে আলাপকালে উপরোক্ত কথা বলেন এসময় তিনি নতুনধারার রাজনীতিতে তাদেরকেই মানায়, যারা রাজনীতির নামে নিজেদের স্বার্থ নয়; দেশ ও মানুষের মঙ্গল চায় বলেও মন্তব্য করেন এসময় মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ হাবিব খোকন, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন মোমিন মেহেদী এসময় জোট নয় ভোটের রাজনীতি, ভাতের রাজনীতির জন্য নতুন প্রজন্মের পাশাপাশি সকল স্তরের নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার ও করার জন্যও নেতাকর্মীদের প্রতি আহবান জানান…