অপূর্ব হাসান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
সোমবার ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবিগুরুর স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে বসছে তিনদিনের উৎসব। নানা আয়োজনে ঘেরা বর্ণিল এ উৎসবের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছেন প্রশাসন। নেয়া হয়েছে বাড়তি নিরপত্তা ব্যবস্থাও।
কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ী। পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন তার স্মৃতিধন্য এই কুঠিবাড়ীতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। বছর জুড়ে এ কুঠিবাড়ীতে দর্শনার্থীদের ভীড় লেগেই থাকে। তবে কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রভক্তদের মনে যেন আলাদা মাত্রা যোগ হয়।
বাঙ্গালি সত্তাকে বিশ্বদরবারে নতুন করে যে মনীষী পরিচয় করিয়েছেন, তাঁকে স্মরণ করতে বা মনে রখাতে শুধুমাত্র জন্মবার্ষিকী বা প্রয়াণদিবসের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে কবিগুরুর জ্ঞানভাণ্ডারের মত তাঁকে বিস্তৃত করার দাবি কবি ভক্তদের।
কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার পাশাপাশি কুঠিবাড়ীর আঙিনার পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসছে গ্রামীণ মেলা।
বিশ্বকবির বিস্তৃত জ্ঞানভাণ্ডা্র নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার পাশাপাশি শিলাইদহ কুঠিবাড়ীকে একটি পরিপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক, এমনটায় প্রত্যাশা কবিভক্তসহ সব মানুষের।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তিনদিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করছে। সকাল ১০টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তিনদিনের এ উৎসবের উদ্বোধন করবেন।
৭/৫/২০১৭/১০০/