ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাংবাদিকদের নিরাপদ দূরত্বে অর্থাৎ ৫০০ গজ দূরে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া আশপাশের বাড়িতে বসবাসকারীদেরও নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
এর আগে ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে আত্মঘাতী হামলায় দুই জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি আহমেদুল কবীর। এছাড়া জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় কাউন্টার টেরোরিজমের এডিশনাল এসপি নাজমুল হাসান, এসআই মুবিরুর রহমান ও ডিএসবির এসআই মহসীন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাড়ির মালিক জহুরুল হক, ছেলে জসিম ও আলম নামের একজনকে আটক করেছে।
উপজেলার বজরাপুর গ্রামের ওই বাড়িটি রবিবার সকাল ৬টার দিকে ঘিরে রাখার পর অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজমের সদস্যরা। এসময় আত্মঘাতী হামলায় দুই জঙ্গি নিহত হয়।
এছাড়া, ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে শরাফত হোসেন নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। তবে সেখানে এখনো অভিযানের কোনো খবর পাওয়া যায়নি।
সদর থানার ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, জেলার মহেশপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর সদর উপজেলার আস্তানায় অভিযান শুরু করা হবে।
৭/৫/২০১৭/৫০/মা/হা/তা/