ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠশিল্পী ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
রবিবার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে তার মরদেহ চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হবে। পরে দুপুরে নগরীর বলুয়ার দীঘির পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে মিহির নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন এ কণ্ঠযোদ্ধা। ওস্তাদ মিহির নন্দী আনুষ্ঠানিকভাবে ১৯৬৪ সালে চট্টগ্রাম বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। উচ্চাঙ্গ সংগীত ও রবীন্দ্র সংগীতে শিক্ষকতা শুরু করেন ১৯৬৪ সালে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের খন্ডকালীন শিক্ষক ও বাংলাদেশ বেতার এবাং বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির শিল্পী, সংগীত পরিচালক, সুরকার ও বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন।
৭/৫/২০১৭/১০/আ/হৃ/