ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বরিশালের হিজলায় তাসলিমা বেগম নামে এক নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সদরের আশ্রয়ন প্রকল্প এলাকায় গণ উপদ্রব সৃষ্টির দায়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদে এই দণ্ড দেন।দণ্ড ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ। তাসলিমা ওই এলাকার মাদক ব্যবসায়ী শুক্কুর দালালের স্ত্রী এবং এক সন্তানের জননী।হিজলা থানার ওসি মো. মাসুম তালুকদার বলেন, তাসলিমার কাজকর্মে এলাকার মানুষ অতিষ্ঠ। তিনি তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকেও খারাপ পথে যেতে প্ররোচিত করেছেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এর আগে তাকে সতর্ক করে দিয়েছিল পুলিশ। কিন্তু তিনি সংশোধন হননি। পরে তাকে আটক করা হয়। তাসলিমা গণ উপদ্রব সৃষ্টির অভিযোগ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
৩/৫/২০১৭/২৪০/তৌ/আ/