মনির জামান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার রতনপুর এলাকার ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে প্রিন্টের জামা রয়েছে।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দেলোয়ার হোসেন জানান, সকালে উপজেলার রতনপুর এলাকার ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে রেল পুলিশে খবর দেয়া হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
৩/৫/২০১৭/১৭০/