ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জ্বর, আমাশয় জাতীয়সহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে বলে এলাকাবাসী দাবি করছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিলের পাহাড়ি ঢলে মালিঝিকান্দাসহ বেশ কয়েকটি ইউনিয়নের ফসল ও ঘরবাড়ি তলিয়ে যায়। ইউনিয়নের জুলগাঁও, চেঙ্গুরিয়া, বানিয়াপাড়া, ডাকুরপাড়, রাঙামাটিয়া, বাতিয়াগাঁও, হাসলী বাতিয়া ও হাসলীগাঁও এই আটটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঢলে। এতে প্রায় কয়েক শতক হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। তবে কয়েকদিনের তীব্র রোদে পানি কমে যাওয়ার সাথে সাথে পাকা ধান পঁচতে শুরু করেছে। সেই পাকা ধান কাটতে গিয়েই বেশির ভাগ কৃষক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া শিশুরাও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
বানিয়াপাড়া গ্রামের কৃষক জুলফিকার মিয়া বলেন, এখনো ধান খেতে পানি আছে। তাই পঁচা পানিতে আমাদের ধান কাটতে হচ্ছে। ফলে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) খন্দকার আবদুল মান্নান জানান, বন্যা হওয়ার পর সাধারণত ওই সব এলাকাগুলোতে পানিবাহিত রোগ একটু বেড়ে যায়। তবে ওই এলাকা থেকে ব্যাপকভাবে রোগ ছড়িয়ে পড়ার মতো অভিযোগ পাইনি। তাই এলাকায় এখনো কোনো মেডিকেল টিম পাঠানো হয়নি।
৩/৫/২০১৭/৪০/তৌ/আ/