ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
কিউবায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার স্থল রাজধানী হাভানা থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে লোমা ডি লা পিমিয়েন্তা। রবিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিউবার সামরিক বাহিনী থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুই ইঞ্জিনের আন্তনভ এএন-২৬ বিমানটি আরতেমিসা প্রদেশে পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি রাজধানী হাভানার বাইরে প্লেই বারাসোয়া থেকে উড্ডয়ন করেছিল। বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
সশস্ত্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিমানটিতে থাকা ক্রুসহ আট সামরিক ব্যক্তির সবাই নিহত হয়েছেন। বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিশন দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে তদন্ত করছে।
৩০/৪/২০১৭/১২০/আ/হৃ/