ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
দেখে ভাববেন হয়তো মাছ বৃষ্টি হয়েছে! রাস্তা জুড়ে পরে আছে শিং
মাছ। স্থানীয় লোকজন বেস্ত হয়ে পরেছে মাছ সংগ্রহে। পিছিয়ে নেই ফায়ার সার্ভিস কর্মীরাও। সবাই মাছ তোলায় মত্ত। আসলে ঘটনা টি তা না। একটি মাছ বোঝাই ট্রাকের দুর্ঘটনার ফলাফল এটি।
প্রায় সাত হাজার কেজি শিং মাছ বহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক টি দুর্ঘটনার কবলে পরে। ট্রাকের প্রায় সব মাছই পড়ে যায় রাস্তায়। ব্যাস, ঘটে যায় প্রবাদের প্রতিফলন, “কারো পৌষ মাস, কারো সর্বনাশ!”
ঘটনাটি ঘটেছে রোববার (১৮ মার্চ) সকালে চীনের গুঝুই প্রদেশের কাইলি সড়কে।
২৯/৪/২০১৭/১৯০/আ/হৃ/