ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
‘কলস’ নিয়ে পাবনা গিয়েছিলেন অভিনেত্রী ও মডেল স্পর্শিয়া। তবে সেখান থেকে কলসভর্তি জল নয়, ঝড়ের অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তিনি। ‘কলস’ একটি নাটকের নাম। নাটকটির শুটিং করা হয়েছে পাবনায়।
ৎজানা গেছে, বৃষ্টি আর ঝড় উপেক্ষা করে টানা দু’দিন শুটিং শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই কলস নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন স্পর্শিয়া।
তিনি বলেন, ‘নাটকটি গ্রামের চরকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। আমরা যখন শুটিং শুরু করি তখন আচমকা ঝড় শুরু হয় ওই এলাকায়। তখন শুটিংয়ের তাবু, চেয়ার, টেবিল, যন্ত্রপাতি সব উড়ে যায়। প্রাণ বাঁচাতে এ সময় সবাই মাটিতে শুয়ে পড়ি। সহকারী পরিচালক দু’জন কোনোরকম ক্যামেরা বুকে নিয়ে মাটিতে পড়েছিলেন। শুটিং করতে বেশ কষ্ট হয়েছে আমাদের। তবে ঝড়ে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঝড় থামার পর সবাই ওই স্থান থেকে নিরাপদ স্থানে চলে আসি আমরা।’
‘কলস’ নাটকটিতে স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, সোহেল রানা, জয়রাজ প্রমুখ। আসছে ঈদের জন্য নাটকটি নির্মিত হয়েছে বলে পরিচালক সূত্রে জানা গেছে।
২৯/৪/২০১৭/১ি৪০/ম/জা/