ইব্রাহিম খলিল প্রধান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০ পিস স্বর্ণবারসহ দুই নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন পতেঙ্গার গার্মেন্টস কর্মী জেসমিন আক্তার (৩৫) ও পারভীন আক্তার (২৬)। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, স্বর্ণগুলো যাত্রীদের শরীরের বিশেষ স্থানে বিশেষভাবে লুকানো ছিল। আটক যাত্রীরা মাস্কাট থেকে আগত ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় তাদের শনাক্ত করে দেহ তল্লাশি করে শুল্ক গোয়েন্দারা। পরে স্বর্ণগুলো শরীরের বিশেষ স্থান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। দাম প্রায় ২ কোটি ৪০টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৯/৪/২০১৭/১১০/