তেহিদ আজিজ, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে মাঝপথে যুক্ত হচ্ছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। বুধবার হঠাৎ মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় স্যামিকে। খোশ মেজাজে দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি। এবারের আইপিএলের নিলামে স্যামিকে ৩০ লাখ রূপিতে দলে নিয়েছিল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু শুরু থেকে দলের সঙ্গে ছিলেন না স্যামি। তবে এত দিন কেন স্যামি দলের সঙ্গে ছিলেন না, সেই উত্তর দেয়নি পাঞ্জাব কর্তৃপক্ষ।
আইপিএলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে পাঞ্জাব। লিগের অর্ধেক ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছে গ্লেন ম্যাক্সওয়েলের দল। আরো লিগ পর্যায়ে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। শেষ ম্যাচগুলোতে ভালো ফল পেতে স্যামিকে উড়িয়ে এনেছে পাঞ্জাব, এমনটাই ধারণা করছে ভারতীয় গণমাধ্যমগুলো।
মার্কাস স্টনিস ভালো করতে না পারায় স্যামিকে দলে আনা হয়েছে। তিন ম্যাচে স্টনিসের রান ৭, ১ ও ৯। পাঁচ ম্যাচে বল হাতে উইকেট নিয়েছেন মাত্র দুটি।
শুক্রবার ঘরের মাঠে পাঞ্জাবের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দারাবাদ। ধারণা করা হচ্ছে, স্টনিসের পরিবর্তে মোস্তাফিজুর রহমানদের দলের বিপক্ষে সেরা একাদশে দেখা যাবে স্যামিকে। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন স্যামি।
১৭/৪/২০১৭/২২০/