অপৃর্ব হাসান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম থেকে নিখোঁজ হওয়া শিশু সুমাইয়াকে (৫) উদ্ধার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনার সাথে জড়িত নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির। তিনি জানান, গত ৩ এপ্রিল বিকাল ৫টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার বড়গ্রাম বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু সুমাইয়া। নিখোঁজের পর সুমাইয়ার বাবা কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি এবং পরে অপহরণ মামলা করেন। পুলিশ তাকে উদ্ধার অভিযানে নামে। সর্বশেষ বুধবার রাত ২টার দিকে জুরাইনের একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সাথে জড়িত বৃষ্টিসহ পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, সুমাইয়া সুস্থ আছে। সবার সাথে কথা বলছে।
২৭/৪/২০১৭/৩০/