ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আইপিএলের চলতি আসরের ৩০তম ম্যাচে বুধবার রাইজিং পুনে সুপারজায়ান্টকে সাত উইকেটর বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ জয়ে ৮ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে প্রথমে ব্যাট করে রাইজিং পুনে সুপারজায়ান্ট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।
ব্যাট করতে নেমে শুরুতেই সুনীল নারাইনের উইকেট হারায় কলকাতা। কিন্তু অধিনায়ক গৌতম গম্ভির ও রবিন উত্থাপার ঝড়ো ব্যাটিংয়ে বিশাল টার্গেটকে সহজ করে তোলে কলকাতা। গম্ভীর ৪৬ বলে ৬২ রান করেন। উথাপ্পার ব্যাটিং হামলার সামনে এদিন টিকতে পারেননি পুনের কোনো বোলারই। ১৬.৫ ওভারে উনাদকারের বলে রাহুল ত্রিপাঠীর হাতে ক্যাচ দিয়ে আউট হন উথাপ্পা ততক্ষণে অবশ্য ৪৭ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছিলেন এদিনের নায়ক উথাপ্পা। এরপর ডোয়াইন ব্রাভো ও মানিশ পান্ডে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে, টস হেরে আগে ব্যাট করে রাইজিং পুনে সুপারজায়ান্টের ১৮২ রানের ইনিংসে অধিনায়ক স্টিভেন স্মিথ ৩৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৫১ রান করেন। ৪৬ রান করেন আজিঙ্কা রাহানে। ৩৮ রান আসে রাহুল ত্রিপাথির ব্যাট থেকে। এছাড়া ১১ বলে ২৩ রান করেন মাহেন্দ্র সিং ধোনি। বল হাতে কলকাতার কুলদীপ যাদব ২টি উইকেট নেন।
২৭/৪/২০১৭/৩০/অ/হা/