অপূর্ব হাসান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার জাহিদ বলেন, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টির টিনের চালা উড়ে যায়। অফিস কক্ষের প্রয়োজনীয় কাগজপত্রাদি নষ্ট হয়ে গেছে। কালিয়াকৈর উপজেলাল মধ্যপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জালুয়াভিটি এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টিতে দিগে দেখা যায়, বিদ্যালয়টির টিনের চালা কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষে গাছের গুড়ি পড়ে আছে। মেঝেতে পানি জমে আছে। এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্রাদি। ফলে এক প্রকার নিরুপায় হয়েই খোলা আকাশের নিচে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক আরো বলেন, বিদ্যালয়টিতে এখন ছাত্র-ছাত্রীদের ১ম সাময়িক পরীক্ষা হচ্ছে। এদিকে মঙ্গলবার রাতের ঝড়ের কারণে বিদ্যালয়ের কক্ষে বসার কোনো উপায় নেই। এছাড়া বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। তাই এক প্রকার নিরুপায় হয়েই খোলা আকাশের নিচে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। তিনি তড়িৎভাবে ভবনটি মেরামত করে ছাত্র-ছাত্রীদের পাঠদান উপযোগী করে তোলার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিদ্যালয়টি বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। বিদ্যালয়টির ভবন যাতে অতি দ্রুত মেরামত করা হয় সেজন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।
২৬/৪/২০১৭/২৬০/