ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিমান বাহিনীর ঘাঁটি থেকে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো ওয়াশিংটন।
বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-৩ এর পরীক্ষা চালানো হয়েছে। প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট টার্গেটে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরীক্ষাটি অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা, প্রস্তুতি ও নির্ভুলতা পরীক্ষার একটি প্রোগ্রামের অংশ ছিল বলে জানানো হয়।
২৬/৪/২০১৭/২০০/