অপূর্ব হাসান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আগামী ২৮ এপ্রিল ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান, চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নুসরাত জাহান। পৃথক পরিবেশনা নিয়ে একই মঞ্চে নাচ-গানে দর্শক মাতাবেন ভারতীয় এই তিন শিল্পী। ২৮ এপ্রিল এই আয়োজন উপভোগ করবেন ঢাকার দর্শকরা।
২৮ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা উইথ সুনিধি চৌহান’ কনসার্টে তিনি সংগীত পরিবেশন করবেন। এই কনসার্টের আয়োজন করছে গ্র্যান্ড মাস্টার ইভেন্টস লিমিটেড। হ্যালো ইভেন্টস করছে প্রমোশনের কাজ।
একই মঞ্চে নিজেদের পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন কলকাতার ছবির দুই নায়িকা ঋতুপর্ণা ও নুসরাত। আয়োজনে দেশীয় সংগীত শিল্পীদের মধ্যে থাকছেন কুমার বিশ্বজিৎ, মেহরিন ও কর্নিয়া।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শিগগিরিই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। কনসার্টের টিকেটের মূল্য ধরা হয়েছে যথাক্রমে দশ হাজার (প্লাটিনাম), সাত হাজার (ডায়মন্ড), পাঁচ হাজার (গোল্ড) ও তিন হাজার (সিলভার)।
২৫/৪/২০১৭/২৩০/