ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য টাকা জোগার করতে না পেরে ১১ দিনের ছেলেকে বিক্রি করেছেন এক মা। মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এক নিঃসন্তান দম্পতির হাতে নিজের সদ্যোজাতকে তুলে দেন ভারতের আদিবাসী ওই নারী। পশ্চিম ত্রিপুরার হলদিয়ায় রাঙ্গিয়া টিল্লায় এ ঘটনা ঘটে। সোমবার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, পেশায় দিনমজুর শিশুটির বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। ফলে কোনো কাজই তিনি করতে পারছিলেন না। এমন পরিস্থিতিতে চিকিৎসা তো দূরের কথা সংসার চালানোই অসম্ভব হয়ে উঠেছিল। কোনো উপায় না দেখে নিজেদের সন্তানকে বেচে দেয়ার সিদ্ধান্ত নেন তারা। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নারীর অসুস্থ স্বামী উষারঞ্জন দেববর্মন জানান, সরকারের কাছে চিকিৎসার জন্য সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু তা না পাওয়ায় বাধ্য হয়ে নিজের সন্তানকে বেচে দিয়েছেন। কারণ শিশুটিকেও খাওয়ানোর সামর্থ্য ছিল না তাদের।
এদিকে, খবরটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার তদন্তে নেমে শিশুটিকে উদ্ধার করে একটি সরকারি হোমে রেখেছে।
২৫/৪/২০১৭/১৫০/অ/হা/