মাহামুদ হাসান তাহের, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আসন্ন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আগামী ২৬ এপ্রিল বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইনসে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে মাশরাফি বাহিনী। দলের সবাই ইল্যান্ডে গেলেও ভারতে আইপিএল খেলতে যাওয়ায় দলের সাথে যাচ্ছেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তারা দুজন আগামী ৪ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
ইংল্যান্ডে পৌঁছে দশদিনের অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন টাইগাররা। এর মাঝে স্থানীয় দুই দলের সাথে দুটি প্রীতি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে মাশরাফির দল। যার প্রথমটিতে আগামী ১ মে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে মাঠে নামবে সফরকারী শিবির। এরপর ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
ইংল্যান্ডে দশ দিনের অনুশীলন ক্যাম্প শেষে আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়বে লাল-সবুজের পতাকাবাহীরা। সেখানে গিয়ে ১২-২৪ মে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
২৫/৪/২০১৭/১৪০/