মনির জামান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বৃষ্টির পানির সাথে মিসে গেছে কৃষকের চোখের পানি,বৃহত্বর সিলেটের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত বালাগঞ্জ উপজেলা এখানে রয়েছে মাইজাইল,গোরাপুর,ধলাই,চাতলা,গোয়ালি সহ অসংখ্য ছোট বড় বিল উক্ত উপজেলায় অধিকাংশ জমিতে বোর ধান চাষ করা হয় সেই ধারাবাহিকতায় এবারও ব্যাপক চাষ করা হয়েছিল কিন্তু সর্বনাশী অকাল বণ্যায় হাজার হাজার হেক্টর বোব ধান পানির নিছে তলিয়ে গেছে ধানের উপর পানি দেখলে মনেহয় এখানে মহাসাগর, দুঃখ জনক হলেও সত্য কৃষকেরা ব্যাংক ঋন ও আগাম ধান বিক্রি করে এনেছেন টাকা সহ বর্তমানে তাদের মাথায় ঋনের ভারি বোঝা।যাকে বলে মরার উপর খাড়ার ঘা,আজ মঙ্গলবার সকালে দেওয়াবাজার,পশ্চিম গৌরিপুর,পূর্বগৌরীপুর, ইউনিয়নের কয়েকটি গ্রামের উপরদিয়ে বয়েগেল প্রলয়ঙ্কারি ঘুর্নিঝড়,এই ঝড়ে ঘর বাড়ি গাছপালা সহ বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়। সার্বিক বিষয় বিবেচনা করে বলাযায় বালাগঞ্জ উপজেলাকে বণ্যা দুর্গত এলাকা,তাই প্রশাসনের কাছে উপজেলা বাসীর দাবি উক্ত উপজেলাকে বণ্যা দুর্গত এলাকা ঘোষনা করা হউক
২৩/৪/২০১৭/২৭০/