ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ঢাকার ইংরেজি বানান ‘DACCA’ থেকে ‘DHAKA’ করা হয় ১৯৮২ সালে।
২। ১৮১২ সালে ৮.৬ মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে মিসিসিপি নদী কয়েক ঘণ্টার জন্য উল্টো দিকে প্রবাহিত হয়।
৩। কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয় ২০১০ সালের জুনে।
৪। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম IBM 1620।
৫। বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে।
৬। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তিস্বাক্ষর করে ২৭ মার্চ ২০০৪।
৭। বিজিবির সর্বপ্রথম নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন।
৮। স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন্ মোহাম্মদ উল্লাহ্।
৯। ২১ ফেব্রুয়ারি ১৯৫২, ২৫ মার্চ ১৯৭১ এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ প্রত্যেকটি দিন ছিল বৃহস্পতিবার্।
১০। প্রতি বছর ৪/৪, ৬/৬, ৮/৮, ১০/১০,১২/১২ তারিখগুলো সপ্তাহের একই দিনে হয়। ২০১২ সালে এ দিনগুলো হলো বুধবার।
১১। ভিটামিন ‘এ’এর অপর নাম রেটিনল।
১২। জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায়্।
১৩। জোয়ারের পর ভাটারসৃষ্টি হয় ৬ ঘণ্টা ১৩ মিনিট পর।
২৩/৪/২০১৭/২১০/আ/হৃ/