ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ওমাঙ কুমার পরিচালিত ‘সর্বজিৎ’ ছবিতে লবীর কৌর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এঙ্েিলন্স অ্যাওয়ার্ডস ২০১৭’ পেয়েছেন অ্যাশ।
২৩/৪/২০১৭/১৮০/শা/ফা/