নূরজাহান নীরা, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ঘন চোখের পাতা দেখতে কার না ভালো লাগে। আর এজন্য মাশকারার ব্যবহার দারুণ জনপ্রিয়। কিন্তু বাজার চলতি মাশকারার মধ্যে থাকে সিন্থেটিক ওয়্যাক্স, কেয়োলিন, আয়রন অক্সাইড, প্রিজারভেটিভ ও পলিমার। এর মধ্যে বেশির ভাগ উপাদানই চোখের পক্ষে ক্ষতিকারক। যা থেকে চোখে অ্যালার্জি হতে পারে। মাশকারা বেশি দিন রেখে দিলে তার মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়। তাই ডেট এক্সপায়ার করে যাওয়া মাশকারা ব্যবহার করলে চোখে ইনফেকশনও হতে পারে।
আবার মাশকারা দীর্ঘ দিন ব্যবহারের ফলে এর মধ্যে থাকা ক্ষতিকারক পদার্থের প্রভাবে আইল্যাশের ঘনত্ব কমে যেতে পারে। আবার চোখে চুলকানি বা অস্বস্তি, চোখ থেকে জল পড়ার সমস্যা হয়। তাই বাজার থেকে মাশকারা না কিনে এবার বাড়িতেই বানিয়ে নিন।
কী কী লাগবে
কালো মিনারেল পাউডার: ১ টেবিল চামচ,
বেনটোনাইট বা অন্য কসমেটিক ক্লে: ১ টেবিল চামচ,
ভেজিটেবল গ্লিসারিন: আধ টেবল চামচ,
অ্যালোভেরা: আধা চা চামচ।
কী ভাবে বানাবেন
সব উপকরণ একটা বাটিতে মিশিয়ে নিন যতক্ষণ না ঘন হচ্ছে। স্প্যাটুলার সাহায্যে প্রথমে এই মিশ্রণ মেডিসিন ড্রপারে ভরুন। তারপর সেখান থেকে ধীরে ধীরে মাশকারা কন্টেনারে ঢেলে নিন।
এই মাশকারার সবচেয়ে ভালো দিক হলো এতে প্রিজারভেটিভ থাকে না। গ্লিসারিন থাকার ফলে ইনফেকশনের ঝুঁকিও থাকে না। তবে একবার বানানো মাশকারা তিন মাসের বেশি ব্যবহার না করাই ভালো।
২৩/৪/২০১৭/১০০/