মনির জামান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের মানিক দিহী গ্রামে মোকারম হোসেনের ছেলে ওসমানের বাড়িতে নতুন নলকূপ স্থাপনের পর তাতে পানির পরিবর্তে গ্যাস উঠছে। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন ও এলাকাবাসী জানান গত বৃহস্পতিবার উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আর্সেনিকমূক্ত নলকূপ স্থাপনের পর তা থেকে বুদ বুদ আকারে গ্যাস বের হতে থাকে এবং তাতে ম্যাচের কাঠি ধরলে আগুনের শিখা জলতে দেখা যাচ্ছে। এঘটনা দেখতে ওসমানের বাড়িতে এখন দলে দলে লোক জন ভিড় জমাচ্ছে।
২২/৪/২০১৭/১২০/