ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণ হিসেবে স্বামীর বেতনের ২৫ শতাংশ পাবেন সাবেক স্ত্রী। শুক্রবার এমনটিই নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে ভরণপোষণ হিসেবে বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রী ও সন্তান কত টাকা পাবে তা ঠিক করে দিল দেশটির শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গের এক ব্যক্তির বিবাহবিচ্ছেদের মামলার প্রেক্ষিতে এই রায় দেয়া হয়। হুগলি জেলার বাসিন্দা ওই ব্যক্তির মাসিক বেতন ছিল ৯৫ হাজার ৫২৭ টাকা। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে প্রতিমাসে ওই ব্যক্তি তার সাবেক স্ত্রীকে ভরণপোষণ হিসেবে ২০ হাজার টাকা দেবেন।
শীর্ষ আদালত জানায়, বিবাহবিচ্ছেদের পর যাতে একজন নারী সম্মানের সাথে সমাজে বাঁচতে পারে সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, বিবাহবিচ্ছেদের মামলায় ওই ব্যক্তিকে প্রতি মাসে স্ত্রীকে ২৩ হাজার টাকা ভরণপোষণ দেয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করে ব্যক্তি।
তিন হাজার টাকা কমিয়ে শীর্ষ আদালত জানায়, যেহেতু ওই ব্যক্তি দ্বিতীয়বার বিয়ে করেছেন ও তাকে আরো একটি পরিবারের খেয়াল রাখতে হয়; তাই টাকার পরিমাণ কিছুটা কমানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২০/৪/২০১৭/৪০/আ/হৃ/