ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
পাবনায় ‘রংবাজ’ নির্বাচনে চিকন আলী। পাবনার পাকশীতে শুটিং চলছে চিত্রনায়ক শাকিব খান অভিনীত ও শামীম আহমেদ রনী পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের। এতে শাকিব খান অর্থাৎ রংবাজের পিএস’র চরিত্রে অভিনয় করছেন চিকন আলী। গত ১৮ এপ্রিল থেকে তিনি এই চলচ্চিত্রের শুটিং-এ অংশ নিচ্ছেন।
জানা গেছে, আরো চার-পাঁচদিন তিনি চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য পাবনা থাকবেন। বিভিন্ন গেটআপে ‘রংবাজ’র পিএস চরিত্রে দর্শক তাকে এই চলচ্চিত্রে অভিনয়ে দেখতে পাবেন।
এ প্রসঙ্গে চিকন আলী বলেন, ‘আমি সবসময়ই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। রংবাজেও আমাকে দর্শক ভিন্ন গেটআপে দেখতে পাবেন। শাকিব ভাই এবং পরিচালক রনীর কাছে কৃতজ্ঞ আমাকে এই চলচ্চিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য।’
এদিকে আসছে ৫ মে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা’ প্যানেল থেকে দফতর ও প্রচার সম্পাদক পদে নির্বাচন করছেন চিকন আলী। চিকন আলীর বিশ্বাস তিনি নির্বাচনে জয়লাভ করবেন। শুক্রবার মুক্তি পাচ্ছে সজল পরিচালিত ‘তুই আমার’ এবং তার পরের শুক্রবার মুক্তি পাচ্ছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘আপন মানুষ’ চলচ্চিত্রটি।
চিকন আলী এরইমধ্যে শেষ করেছেন সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ চলচ্চিত্রের কাজ। এছাড়া শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ চলচ্চিত্রটি।
চিকন আলী অভিনীত প্রথম চলচ্চিত্র এনায়েত করিম পরিচালিত ‘রঙ্গিন চশমা’। চলচ্চিত্রটি মুক্তির তিন বছর পর আবারো তিনি জাকির হোসেন রাজুর নির্দেশনায় ‘মনে প্রাণে আছো তুমি’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন।
চিকন আলীর আসল নাম শামীম খান। চিকন আলী নামটি দিয়েছেন চিত্রনায়ক রুবেল ও পরিচালক স্বপন চৌধুরী। একজন চলচ্চিত্রাভিনেতা হিসেবেই নিজেকে নিয়ে বেশ গর্বিত চিকন আলী। জয়পুরহাটের আক্কেলপুরের সন্তান চিকন আলীর বাবা আব্বাস আলী খান এবং মা সাজেদা খান। তার নানার বাড়ি বগুড়া।
২০/৪/২০১৭/২০০/অ/হা/