ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আগামী ১ জুন ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সকাল ১১টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচক প্যানেল স্কোয়াড ঘোষণা করেন।
বাংলাদেশের ১৫ সদস্যেরস্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
২০/৪/২০১৭/১৯০/তৌ/আ/