ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বলিউডের আলোচিত ও সাহসী অভিনেত্রীরাধিকা আপ্তে। ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসিত হয়ে আসছেন তিনি। গত বছর হিন্দি ও অন্যান্য ভাষায় তার অভিনীত ৫ টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই বছরও তিনি কাজ করছেন অক্ষয় কুমার ও সোনম কাপুর অভিনীত ‘প্যাডম্যান’ সিনেমায়।
এছাড়াও প্রতিনিয়তই পাচ্ছেন অন্যান্য সিনেমায় কাজ করার প্রস্তাব। এত ব্যস্ততার জন্য কাজের মান কমে যাচ্ছে বলে মনে করে এবার অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন রাধিকা।
হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ধীরে সুস্থে কাজ করতে চাই। এটা আমার পেশারই অংশ। মাঝেমধ্যে ছুটি নিয়ে পড়াশোনা করা বা কোথাও ঘুরতে যাওয়া উচিৎ, নিজেকে সজীব করে তোলার জন্য। এটা অভিনয়-প্রক্রিয়ারই অংশ।’
২০০৫ সালে ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটা এই অভিনেত্রী মনে করেন বিগত বারো বছরে তার কাছে আসা কাজের প্রস্তাবে বৈচিত্র বেড়েছে।
তিনি বলেন, ‘ইদানিং আমার কাছে বৈচিত্রপূর্ণ্য কাজের প্রস্তাব আসছে। এটা অবশ্য আমার কাজের ধরণের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে।’ সিনেমা জগতে এতগুলো বছর কাটিয়ে ফেললেও এখনও নাকি শুটিংয়ের আগে নার্ভাসবোধ করেন এই ‘কাবিল’খ্যাত অভিনেত্রী।
রাধিকা বলেন, ‘অবশ্যই আমি নার্ভাসবোধ করি। আমি ষাট বছর বয়সেও নার্ভাসবোধ করবো। প্রতিবারই যখন নতুন চরিত্রে অভিনয় করি, আমার জন্য সেটি এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। প্রতিবারই কাজটি কঠিন থাকে। আর ভালো করার জন্য নিজেকে বারবার প্রশ্নবিদ্ধ করি।’
২০/৪/২০১৭/৪০/নূ/নী/