ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে । মে মাসের ২-৪ তারিখের মধ্যে ফল প্রকাশ হতে পারে। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে তার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতির পরই ফলাফল দেয়ার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, চলতি মাসেই ফলাফল তৈরির কাজ শেষ হবে। তাই মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের জন্য আমরা সময় চেয়েছি। যেহেতু ৪ মে ওই সপ্তাহের শেষ কার্যদিবস তাই এর মধ্যেই ফল দেয়া হতে পারে। তবে প্রধানমন্ত্রী ওই সময়ের মধ্যে অথবা এর আগে-পরে যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডের অধীনে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৮ মার্চ এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ শুরু হয়ে শেষ হয় ১৪ মার্চ।
১৯/৪/২০১৭/২০০/নূ/নী/