ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আদমদীঘি ও তার আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আমন আবাদ কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত সন্ধ্যা ৬টায় পরপর আদমদীঘিতে হঠাৎ করে উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমে মুহূর্তে প্রবল কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। প্রায় ৩০ মিনিটের ঝড় ও বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন মাঠের উঠতি আমন ফসলের ক্ষতিসাধন হয়েছে। অধিকাংশ শীষ বের হওয়া আমন ধানের গাছ মাটিতে পড়ে। তেঁতুলিয়া গ্রামের কৃষক মোকছেদ আলী শালগ্রামের আলতাফ আলী খান জানায়, শীষ বের হওয়া আমন ধান গাছ মাটিতে পড়ে গেলে ধানের চিটা ও ফলন কমে যায়। এছাড়াও কাঁচা ঘরবাড়িসহ গাছপালার ক্ষতিসাধন হয়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
১৯/৪/২০১৭/১১০/মা/হা/তা/