ডেস্ক রিপোর্ট , বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার ঐতিহ্যবাহী ‘ইস্টার এগ রোল’ উপলক্ষে সেখানে নিমন্ত্রণ ছিল নামীদামি অতিথিদের। তাঁদের স্বাগত জানাতে সার বেঁধে দাঁড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও সন্তান ব্যারন ট্রাম্প। রীতি অনুযায়ী শুরু হলো জাতীয় সংগীত। সংগীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সম্মান জানাতে বুকে ডান হাত রাখলেন ব্যারন ও মেলানিয়া। কিন্তু মেলানিয়ার স্বামী তখনো নির্বিকার। বিষয়টা বুঝতে পেরে মেলানিয়া আলতো একটা গুঁতো দিলেন ট্রাম্পের হাতে। তখনই সম্বিৎ ফিরল তাঁর। একটু হেসে বুকে হাত দিয়ে জাতীয় সংগীত উপভোগ শুরু করলেন ট্রাম্পও। ট্রাম্প-মেলানিয়ার ওই ঘটনা ধরা পড়ে ঘটনাস্থলে থাকা ক্যামেরায়। পরে ভিডিওটি শেয়ার করা হয় সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। ট্রাম্প দম্পতির ওই ভিডিও তুমুল জনপ্রিয়তা পায় ইন্টারনেটে। হাসিঠাট্টার পাশাপাশি শুরু হয় আলোচনা-সমালোচনাও। যুক্তরাষ্ট্রের পতাকা আইন অনুযায়ী পতাকার ব্যবহার-সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সময় জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বুকে ডান হাত রাখতে হয়।
১৯/৪/২০১৭/৬০/ফ/শি/