নূরজাহান নীরা, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম…
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে রানের ধারা অব্যাহত রাখছেন লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মুশফিকুর রহিম। নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অপরাজিত ৭৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ম্যাচেও জয়ে বড় অবদান রেখেছেন মুশফিক।
নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে দলীয় ১৩ রানের মাথায় শাহদাতের জোড়া আঘাতে কিছুটা ব্যাকফুটে চলে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। দলকে ম্যাচে ফেরাতে এইদিনে মুশফিককে ভালোই সঙ্গ দিয়েছেন নাঈম ইসলাম। দু’জনে মিলে গড়েন ২২৫ রানের রেকর্ড জুটি।
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৩৪ রানে ইনিংস থামে মুশফিকের। নাঈম ও মুশফিকের সেঞ্চুরির উপর ভর করে বড় সংগ্রহ পায় দল রূপগঞ্জ। শেষ পর্যন্ত দল জয় পেলেও আক্ষেপ রয়ে গেছে দলপতি মুশফিকের। ক্রিজে সেট ব্যাটসম্যান থাকলে স্কোরকার্ডে আরো রান যোগ হতে পারতো বলে মনে করেন মুশফিক।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুশফিক। তিনি বলেন, ‘হয়ত আরো বেশিক্ষণ ক্রিজে টিকে থাকলে দেড়শ রান ছুঁতে পারতাম। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। ক্রিজে আরো কিছুক্ষণ থাকলে হয়ত স্কোরকার্ডে আরো ২০-৩০ রান বেশি হতে পারতো। তবে পরের ম্যাচগুলোতে ইনিংস এইসব দিকে লক্ষ্য রাখবো।’
১৮/৪/২০১৭/১০০/