ফরহাদ শিমুল, সাব এডিটর, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
‘উন্নয়নের নমুনা ঢাকায় পাবেন যমুনা : দেখুন, মুখে কমুনা’ এভাবে যখন এক পথচারি বলছিলেন, তখন শান্তি নগরের পানিবদ্ধ রাস্তায় রিক্সা উল্টে দু’জন ছাত্রী আহত হয়েছে একই সময় অন্যায় আর অপরাধের রাজনীতির সূত্রতায় অন্ধকারাচ্ছন্ন উন্নয়নের বিরুদ্ধে কথা বলছিলেন বেশ কিছু স্থানিয় ব্যক্তি তাদের মতে এই উন্নয়ন আমরা চাই না আমরা চাই টেকসই ও উন্নত উন্নয়ন; যার দ্বারা কোন নাগরিক ক্ষতিগ্রস্থ হবেন না