ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অবকাশ যাপন শেষে খাগড়াছড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে বহনকারী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৬০১৫৫) পেছনে মোটর সাইকেলের ধাক্কায় কাঁচ ভেঙে যায়। এতে আহত হন ওই মাশরাফি ভক্ত মোটর সাইকেল আরোহী।
খাগড়াছড়ি ভ্রমণের কথা জানিয়ে এর আগে অধিনায়ক নিজের সত্যায়িত ফেইসবুক পাতাতেও লিখেছিলেন, ‘কোলাহল ছেড়ে অবকাশে জঙ্গলে দুইটা দিন। জঙ্গলেই মঙ্গল।’
বিবার বিকেলে অবকাশ যাপন শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। মাশরাফির এক ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য পিছু নেন। মোটর সাইকেলে করে পিছু পিছু প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার আসেন তিনি। এরপর সংঘর্ষ ঘটে মাশরাফির মাইক্রোবাসের সাথে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির ঘনিষ্ঠ একজন। তিনি সেই মাইক্রোবাসেই মাশরাফির সহযাত্রী ছিলেন। মোটর সাইকেল আরোহী চোট পেলেও তা গুরুতর নয় বলে তিনি জানান। মাশরাফি বিন মুর্তাজাও রয়েছেন অক্ষত অবস্থায়। তবে মাইক্রোবাসের পেছনের কাঁচ ভেঙে গিয়েছে।
১৭/৪/২০১৭/১৭০/ম/জা/