ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
দীর্ঘদিন ধরে এলাকায় নেই মুস্তাফিজ। দ্বিতীয় বারের মতো আইপিএলে অংশ নেয়ায় বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। আর এসব কারণে পুরো এলাকায় বেশ জনপ্রিয় তার পরিবার। এছাড়া তার কারণে সাতক্ষীরার তেতুলিয়া ক্রিকেট আলোচনায় বেশ বড় একটা জায়গা করে নিয়েছে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিয়মিত আলো ছড়াচ্ছেন ২০ বছর বয়সী বাংলাদেশিএই যুবক। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা কুপোকাত হচ্ছেন তার বোলিং তোপে। মুড়ি মুটকির মতো দলের জন্য উইকেট তুলে নিচ্ছেন বরংবার। আর সানরাইজার্স হায়দরাবাদের খেলার দিনগুলোতে মুস্তাফিজের পিতা একটি প্রজেক্টর ভাড়া করে নিজেদের দাওয়ায় বসান। লোকে খেলা দেখতে আসে। মুস্তাফিজ এই সময়ের ক্রেজ। স্বাভাবিকভাবে তার গ্রাম তেতুলিয়ায় ভক্তদের উৎপাত থাকে।
পোস্ট অফিসে চিঠি এসে জমা হয়। মেয়ে ভক্ত আছে অনেক। তারা মুস্তাফিজের মোবাইল নাম্বার চায়। মুস্তাফিজের ৭০ বছর বয়সী বাবা মোহাম্মদ আবুল কাশেম সতর্ক, “পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি এইসব চিঠি আমাদের বাড়িতে যেন না দেয়। এখনো খুব ছোটো ও। খেলায় উন্নতি করার দিকে মন দেয়া দরকার তার।”
১৭/৪/২০১৭/১২/মা/হা/তা/