তৌহিদ/আজিজ, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনার হয়ে সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমারকে। তবে ব্রাজিলিয়ান এ তারকাকে ছাড়াই লা লিগায় মেসির জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।
শনিবার ক্যাম্প ন্যুতে ম্যাচের ১৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সুয়ারেজের পাস থেকে জোরালো শটে সোসিয়েদাদের জাল কাঁপান মেসি। ৩৭তম মিনিটে আবারও ক্যাম্প ন্যু এর গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তুলেন মেসি।
ম্যাচের ৪২ মিনিটে আত্মঘাতি গোলের কল্যাণে এগিয়ে যায় সোসিয়েদাদ। স্যামুয়েল উমতিতের এ গোলে একটি ব্যবধান কমায় দলটি। দুই মিনিট পর ব্যবধান আবার বাড়ায় বার্সা। ডি-বক্সের ভেতর বাঁ দিকে মেসির বাড়ানো বল কোনাকুনি শটে বল জালে পাঠান আলকাসের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জাবি প্রিয়েতোর গোলে আবার ব্যবধান কমান অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে সোসিয়েদাদ। ৭২তম মিনিটে সমতা ফেরানোর কাছে চলে গিয়েছিল তারা। প্রায় ৫০ গজ দূর থেকে আসিয়ের ইয়াররামেন্দির উঁচু শটে আঙুলের ডগা দিয়ে বল ক্রসবারের উপর দিয়ে পাঠান টের স্টেগেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে সোসিয়েদাদ। ৭২ মিনিটে গোলের সুযোগ পেলেও বল বার্সার ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ায় সমতায় ফেরা সম্ভব হয়নি তাদের। এরপর ৮৬ মিনিটে বার্সা তারকা মেসি হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের বার্সেলোনা।
লা লিগায় এ জয়ে ৩২ ম্যাচ শেষে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৭২। এক ম্যাচ কম খেলে তালিকার শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৭৫। আর ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের সপ্তম স্থানে রিয়াল সোসিয়েদাদ।
১৬/৪/২০১৭/৬০/