সায়লা/আরেফিন, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
নিজের মেজাজকে ধরে রাখতে মনোবিদের শরণাপন্ন হয়েছেন ব্রাজিলের অধিনায়ক ও বার্সেলোনার স্ট্রাইকার নেইমার। গেল ৯ এপ্রিল স্প্যানিশ ফুটবল লিগে মালাগার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। তাই মন-মানসিকতা আরও দৃঢ় করতে মনোবিদের কাছে হাজির হয়েছেন তিনি।
নেইমার বলেন, ‘মাঠে নিজের মেজাজকে ধরে রাখতেই মনোবিদের শরণাপন্ন হলাম, যাতে খেলার ওপর অন্য কিছুর প্রভাব না পড়ে। এনরিকের মাধ্যমেই মনোবিদের কাছে গিয়েছি।’
এনরিকের ঘনিষ্ঠ মনোবিদ জোয়াকুইন বালদেসের সাথে দেখা করে বেশ কিছু টিপস নিয়েছেন বলেন নেইমার, ‘বালদেসের সাথে দীর্ঘক্ষণ সময় কাটালাম। ঐ সময়গুলো দারুণ ছিল। ইতিমধ্যে আমার চিন্তা-ধারায় আমুল পরিবর্তনও এসেছে। আমি আবারো যাবো তার কাছে। এজন্য এনরিককে ধন্যবাদ।’
নেইমারকে মনোবিদের কাছে পাঠানোর ব্যাপারে এনরিকে বলেন, ‘আসলে ঐ লাল কার্ডের পর অনেক বেশি ভেঙ্গে পড়েছিল নেইমার। আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। তখন বুঝতে পারলাম, হতাশা ঘিরে ধরেছে নেইমারকে। তাই দ্রুতই মনোবিদের কাছে তাকে পাঠাই। আশা করি ভালো হবে নেইমারের জন্য।’
১৫/৪/২০১৭/২৫০/