ফরহাদ/শিমুল, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
উত্তর কোরিয়া যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সংঘাত হতে পারে বলে সতর্ক করেছে চীন।কোরিয়া উপদ্বীপ অভিমুখী যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে টান টান উত্তেজনার মধ্যে এ কথা বলেছে চীনা কর্মকর্তারা।
‘যুদ্ধ বাধলে কোনো পক্ষই জয়ী হতে পারবে না’ বলে সতর্ক করে দিয়ে চীন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনার অবসান চেয়েছে।
গত সপ্তাহে সিরিয়ায় ইদলিবের খান শেইখৌন শহরে রাসায়নিক গ্যাস হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই উত্তেজনা বাড়ছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবও যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেবে কি-না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উত্তর কোরিয়াকে নিয়ে ‘ধৈর্যচ্যুতি’ ঘটেছে বলে ইতোমধ্যেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীও কোরিয়া উপদ্বীপে যাচ্ছে। পিয়ংইয়ং অভিযোগ করে বলেছে, এ পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।
আগবাড়িয়ে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। দেশটি যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেও ষষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
ওদিকে, চীন তার দোরগোড়ায় এমন সামরিক উত্তেজনা নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়েছে৷ যুদ্ধ বাধলে উত্তর কোরিয়া ভেঙে পড়বে এবং চীন সীমান্তে সঙ্কট সৃষ্টি হবে বলে আশঙ্কা তাদের। তাই উত্তেজনা কমাতে চীন শান্তিপূর্ণ সমাধান চাইছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই জয়ী হবে না।
তিনি বলেন, একদিকে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। আর যে কোনও মুহূর্তে সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কায় আছে আরেকপক্ষ। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষরই অত্যন্ত সতর্ক থাকা উচিত।
১৫/৪/২০১৭/৬০/