তৌহিদ আজিজ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অস্তিত্বসংকটের মুখে রয়েছে বাঘ। বিশ্বজুড়ে বন্য পরিবেশে থাকা বাঘের সংখ্যা মাত্র ৩,২০০টি।
গত শতকে গোটা বিশ্বে জিরাফের সংখ্যা ছিল ১,৬০০।আর বর্তমানে জঙ্গলে বাঘের এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৬০০ তে। এর মধ্যে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার রয়েছে মোট ১৭০টি (বাংলাদেশ অংশে ১০৬টি)।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই হারে কমতে থাকলে আগামী দশ-পনেরো বছরের মধ্যে পৃথিবী থেকে পুরোপুরি বাঘ নিশ্চিহ্ন হয়ে যাবে।
সেখানে সাম্প্রতিক সমীক্ষায় জিরাফ বাঘের অর্ধেকে নেমেছে।গত কয়েক দশকে ৯০% জিরাফ কমে অস্তিত্বের জানান দিচ্ছে ১৬০০টি। চিড়িয়াখানা ও জঙ্গল মিলিয়ে যত সংখ্যক জিরাফ আছে, তার এক তৃতীয়াংশের ঠিকানা আবার চিড়িয়াখানা।
১৩/৪/২০১৭/১২০/ত/আ/