শান্তা, ফারজানা,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
চাকরির খোঁজে সময় নষ্ট না করে নিজের কর্মসংস্থান নিজেই তৈরী করে নিন। ঘরে বসেই প্রতিমাসে আয় করছে ৫০ হাজারেরও বেশি টাকা। এই কর্মসংস্থানের জন্যে লাগেনি কোন রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী স্বজনের সুপারিশ কিংবা উৎকোচ।সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের আইসিটি খাত এখন অন্যতম প্রধান।সারা দেশের সহস্র তরুণের হাত হয়ে প্রতিবছর হাজার কোটি টাকা আয় করছে বাংলাদেশ।ঘরে বসেই ইন্টারনেট ব্রাউজিং করেই জানতে পারেন আউটসোর্সিংয়ের সব খবর। নিজ আগ্রহেই জেনে নেয় ফ্রিল্যান্সিংয়ের এপিঠ ওপিঠ।নিজের অনুপ্রেরণায় লেগে যান আউটসোর্সিং এর কাজে।ঘরে বসেই বানিয়ে দেয় কারও লোগো, কারও বিজনেস কার্ড, কারও বা কোন বুকলেট। বিনিময়ে নির্দিষ্ট ব্যাংকে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যায্য মজুরী পেয়ে যায়।
১৩/৪/২০১৭/৮০/ত/