ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ছবি ‘বেগমজান’। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বিদ্যা। সে ছবির প্রচারেই সোমবার কলকাতায় ছিলেন ‘বেগমজান’-এর সদস্যরা। এক অনুষ্ঠানে দেখা হলো দুই ছবির কলাকুশলীদের। এদিন মোলাকাত হলো এক কাহিনীর দুই বেগমের।
বলছি ঋতুপর্ণা সেনগুপ্ত ও বিদ্যা বালানের কথা। দেখা হতেই জড়িয়ে ধরেন একে অপরকে। শুভেচ্ছা বিনিময়ের আবহে ফ্রেমবন্দি হলেন দুই বেগমজান।
সৃজিতের কথায়, ‘এটা একদম নতুন একটা ইভেন্ট। আগে এমনটা হয়নি। বিদ্যা ও ঋতুপর্ণা শুটিং-এর নানা গল্প এক্সচেঞ্জ করলেন। বাকিরাও একে অপরের অভিনীত ছবি নিয়ে আলোচনা করেছেন।’
‘বেগমজান’ বিদ্যার খুব পছন্দের প্রোজেক্ট। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাধারণত রিমেকের আইডিয়াটা আমার পছন্দের নয়। কিন্তু এই প্রোজেক্টটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনি। গল্পটাই আমাকে দারুণ টেনেছিল। বেগমজানের অ্যাটিটিউডটাই আমার দারুণ পছন্দের।’
তবে সবচেয়ে মজার কথাটা বললেন ‘রাজকাহিনী’র ‘যুথিকা’। অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তী। সেদিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘বিদ্যার সাথে অনেক দিন পর দেখা হলো। বিদ্যাকে ‘বেগমজান’-এর জন্য উইশ করেছি। তবে এটাও বলেছি, ছবিটা যেন ‘রাজকাহিনী’র থেকে কম ভালো হয়।’
১২/৪/২০১৭/৯০/নূ/নী/