মনির জামান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
পৃথিবী থেকে বজ্রপাতের দৃশ্য দেখে আমরা অনেকেই শিহরিত
হই। তীব্র ঝলকানি ও শব্দের তোড়ে অনেকেই ভয় পান। গায়ের ওপর পড়লে প্রাণ সংশয়ের আশঙ্কাও থাকে। কিন্তু মহাকাশ থেকে দৃশ্যটি ভিন্ন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
পৃথিবী থেকে বজ্রবিদ্যুৎ যেমন দেখা যায়, তেমনটা মহাকাশথেকে দেখা যায় না। অনেক মহাকাশচারীই বলছেন মহাকাশ থেকে বজ্রবিদ্যুতের দৃশ্য অত্যন্ত মনোরম রূপে দেখা যায়।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বহুদিন ধরেই গবেষকরা অবস্থান করছেন। আর সম্প্রতি মহাকাশ থেকে বজ্রবিদ্যুতের অপরূপ দৃশ্যও ক্যামেরাবন্দি করা হয়েছে। সে দৃশ্যে দেখা যাচ্ছে পৃথিবীর বজ্রবিদ্যুতের নীল-সাদা আলোর তীব্র ঝলকানি।
ড্যানিশ মহাকাশচারী অ্যান্ডিস মগেনসেন সম্প্রতি পৃথিবীর বজ্রবিদ্যুতের দারুণ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। এ দৃশ্য দেখে অনেকেই অভিভূত হয়ে পড়েছেন। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছেন
১১/৪/২০১৭/২৯০/ম/জা/