ডেস্ক রিপোর্ট ,বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে সোমবার বিকেল থেকে সরব গণমাধ্যম। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অপু তাদের বিয়ের কথা প্রকাশ্যে বলার মধ্য দিয়ে শুরু হয় এই আলোচনা। বিষয়টি নিয়ে এ পর্যন্ত মন্তব্য করেছেন অভিনেত্রী-অভিনেতাসহ অনেকেই। এবার মন্তব্য করলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ।
অনেকটা পরামর্শের সুরেই তিনি বলেছেন, সন্তান ও অপুকে স্বীকার করলে দর্শকদের মনে শাকিব হবে সম্রাট। ফেসবুক ওয়ালে এমনই মন্তব্য করেন জ্যেষ্ঠ পরিচালক ছটকু আহমেদ।
ফেসবুক ওয়ালে ছটকু আহমেদ লিখেছেন, অপুর সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেলো, শাকিবের মান-সম্মান ক্ষুন্ন হলো, চামচাদের এইসব কথায় কান না দিয়ে শাকিব যদি সত্যি অপুকে বিয়ে করে থাকে এবং এই সন্তান যদি তার হয়, তবে এখনই ভুল স্বীকার করে সন্তানকে কোলে তুলে নিয়ে অপুকে স্বীকার করে নিলে দর্শকের মনে সম্রাটের আসনে বসে যাবে শাকিব।
১১/৪/২০১৭/১৮০/মা/হা/তা/